চলতি আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে সরকারিভাবে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ জন কৃষককে ১০ কেজি করে ব্রি ধান-৭৬ ও ৭৭ জাতের উফশী আমন বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদারসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি