নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী ইউপি সদস্য ‘বিউটি আক্তার কুট্টি’ হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে চট্টগ্রাম থেকে ‘খাজা’ ও ‘জামাল’ নামের ২ আসামীকে গ্রেফতার করে তারা। এর আগে একই মামলায় সাদ্দাম নামের আরেক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় সে। জিজ্ঞাসাবাদে তারা জানায় গত বছর কুট্টির স্বামী হাসান মুহুরীকেও হত্যা করে তারা। ওই মামলার বাদী ছিলেন, এ নারী ইউপি সদস্য।
নিউজ ডেস্ক / বিজয় টিভি