গাজীপুরের টঙ্গী তে মাদক বেচাকেনার জেরে ছুরিকাঘাতে ‘ইয়াছিন মিয়া’ নামে একজন নিহত হয়েছে।
শনিবার রাতে ‘মাজার বস্তি’ এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, রাতে ‘মাজার বস্তি’ এলাকায় মাদক বেচাকেনা নিয়ে কথা কাটাকাটি হয় ‘ইয়াসিন মিয়া’ ও ‘পারভেজ’ নামে দুইজন মাদক ব্যবসায়ীর। এক পর্যায়ে ইয়াসিন মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি