মারামারি, স্বর্ণালঙ্কার ও টাকা চুরির মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় চরকেওয়ার টরকী গ্রামের রেহানা বেগম ফয়সালের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করে। তার বিরুদ্ধে টাকা, স্বর্ণালঙ্কার চুরিসহ মারামারি করার অভিযোগ আনা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি সমস্যায় ফয়সাল মৃধার বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেফতার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি