ইসলামী ছাত্রশিবিরের ‘ক্যাডার’ হিসেবে কুখ্যাতি অর্জন করা চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) রাতে নগরীর অনন্যা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, অনন্যা আবাসিক এলাকার একটি নির্জন বাড়িতে আত্মগোপনে ছিলেন সরোয়ার। গোপন তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় পুলিশের ওপর হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় মামলার প্রধান সন্দেহভাজন সরোয়ার। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
সরোয়ারের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, ২০২০ সালে গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে পলাতক ছিলেন তিনি।
সরোয়ারের নাম চট্টগ্রাম পুলিশের ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকাতেও রয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।