সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিঃসন্তান বৃদ্ধকে বিয়ের প্রলোভনে আটকে রেখে চেক বই ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়াসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বুধবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে স্থানীয় আমবাড়ি বাজারে এ মানববন্ধন হয়। এসময় বক্তারা জানান, গত ৭ জুন গোপালপুর গ্রামের নিঃসন্তান নূর উদ্দিনকে ফুসঁলিয়ে একই উপজেলার জিরাগাঁও গ্রামের মো. ফজলুল, সালাম গং লন্ডনী মেয়ে বিয়ে দেয়ার কথা বলে তাকে অস্ত্রের মুখে আটকিয়ে রাখে। পরে নুর উদ্দিনের চেক বইয়ের সাতটি ব্ল্যাংক চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি