পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই থেকেও জ্ঞান আহরণ করে বাস্তবিক জীবনে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মঙ্গলবার দিনাজপুর জেলা গণগ্রন্থাগারে বইয়ের কর্ণার উদ্বোধনকালে তিনি একথা বলেন। বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ইতোমধ্যে প্রত্যেকটি জেলায় ভ্রাম্যমাণ লাইব্রেরীর সুবিধা দেবার জন্য মোট ৭৬টি বইয়ের গাড়ি উদ্বোধন করা হয়েছে। এসময় দিনাজপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে মুঠোফোনে লাইব্রেরীতে আসবার বার্তা প্রেরণ করবার জন্য লাইব্রেরীর কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি