যৌন নির্যাতনের অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষকের বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। লিখিত বক্তব্যে জানানো হয়, অভিযুক্ত বায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক মো. রমজান আলীকে তদন্ত কমিটি কতৃক স্থায়ী বহিস্কারের সুনির্দিষ্ট সুপারিশ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কালক্ষেপণ করছে। এ ব্যাপারে তদন্ত কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি