নাটোরে যুবলীগ নেতা হাসান হত্যার ন্যায় বিচার ও নিহতের পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে লিখিত বক্তব্যে নিহতের বড় ভাই আনিছুর রহমান বলেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি হাসানকে কুপিয়ে হত্যা করে একই এলাকার তিন সহোদর সোহান, সজীব, শাওন এবং তার সহযোগিরা। এ ঘটনায় মামলা হলে আসামীরা তাদের মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদান করছে। অবিলম্বে তারা ত্যাকারীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি