কুড়িগ্রাম জেলার উলিপুরে নৌকাডুবিতে শিশুসহ ৫ জন নিহত হয়েছে।
মঙ্গলবার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুসহ ২০-২৫ জন নারী-পুরুষ ডিঙ্গি নৌকা নিয়ে বন্যার পানি দেখতে বের হয়। কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে উচুঁ স্থানে উঠে যায়। পরে রংপুর ও কুড়িগ্রামে ফায়ার সার্ভিসের ৪টি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নিখোঁজদের মরদেহ উদ্ধার করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি