মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলগড়ে মানষিক প্রতিবন্ধি ছেলের হাতে বাবা খুন হয়েছে।
এ ঘটনায় ছেলে জায়েদকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় সোমবার সকালে বাড়ির আঙ্গিনায় বসে বাবা সায়েদ আলী দাঁত মাজতে গেলে পেছন থেকে বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেয় জায়েদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউনুস আলী জানান, জায়েদ প্রায় সময়ই মানসিক ভ্রারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করতো। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি