বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামান মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন। বেলা ১২টায় মিন্নির জামিন শুনানি শুরু হলে আইনজীবীরা জামিনের যৌক্তিক দাবী তুলে ধরেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক মিন্নির জামিন আবেদন না মঞ্জুর করেন। এর আগে গত ২৩ জুলাই মিস কেস দাখিল করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন মিন্নির আইনজীবীরা। পরে ৩০ জুলাই জামিন শুনানির দিন ধার্য ছিলো।
নিউজ ডেস্ক / বিজয় টিভি