দিনাজপুরের বিরামপুরে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে কৃষকের নিকট হতে সরাসরি ধান কেনা কার্যক্রম।
মঙ্গলবার সকালে বিরামপুর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমত আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, উৎপাদন খরচ থেকে ফসলের বিক্রয় মূল্য কম হওয়ায় হতাশা ছিল কৃষকদের মধ্যে । এজন্য ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগস্ট মাস পর্যন্ত।
নিউজ ডেস্ক / বিজয় টিভি