নেত্রকোণার খালিয়াজুরীতে কৃষক সুসেন সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার দুপুরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। এসময় বক্তব্য রাখেন, নিহত সুসেন সরকারের মা সনকা সরকারসহ অন্যরা। বক্তারা জানান, গত ৪ জুলাই সুসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তবে একমাস পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। মানববন্ধন থেকে অবিলম্বে আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি