ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের তিনদিন পর বিষখালী নদী থেকে লিটন সিকদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা বিষখালীর পালট এলাকার নদী তীরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রবিবার লিটন তার ছয় বছর বয়সের ছেলে রামিন সিকদারকে নিয়ে মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের জন্য তিনি নদীতে ঝাপ দেয়। এ ঘটনা দেখে অন্য জেলেরা এসে ছেলেকে উদ্ধার করতে পারলেও লিটন নদীতে ডুবে যায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি