লক্ষীপুরে কাজীর দিঘীর পাড় এলাকা থেকে আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে আলমগীর সদরের মান্দারী এলাকার অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান। পরে বাড়ি ফিরে না আসায় এবং মুঠোফোন বন্ধ পাওয়ায় রাতেই খোঁজাখুজি শুরু করে তার পরিবার। এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানান, এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি তবে ঘটনার তদন্ত চলছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি