নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন একটি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে নুরে আলম নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব।
বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে র্যাব ১১ এর একটি দল। অভিযুক্ত মডার্ন হেলথ সেন্টারের বিরুদ্ধে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবত। এছাড়া, সেখানে নিম্নমানের মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি