লক্ষীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মাইন উদ্দিন শিব্বির নামে এক মাদক ব্যবসায়ীর ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন। আদালত সুত্রে জানা যায়, ২০১৮ সালে ইয়াবা ও গাঁজাসহ শিব্বিরকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি