নানা আয়াজনে পালিত হলো ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিলসহ তিন দফা দাবিতে এলাকাবাসীর বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন তিনজন। আহত হন দুই শতাধিক।
পরবর্তীতে স্থানীয়দের আন্দোলনের মুখে সরকার ৬ দফা চুক্তি করলেও তা বাস্তবায়িত হয়নি আজও। বিচার হয়নি সেদিনের হত্যাকাণ্ডেরও। এদিকে, নানা কর্মসূচিতে হতাহতদের স্মরণ করেছেন ফুলবাড়ীবাসীসহ বিভিন্ন সংগঠন।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি