মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির সুগন্ধা নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঝালকাঠির পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দুই মণ দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। মাছের চাহিদা পূরণ করতে সাবাইকে নিজ নিজ বাড়ির পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের চাষ বাড়ানোর আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম, সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি