ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কলেজছাত্র সাইফুল ইসলাম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ আদেশ দেন। এছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। ২০১৩ সালে উপজেলার মাধুরপাড়া গ্রামের সাইফুলকে হত্যা করা হয়। পরে নিহতের চাচা বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত যে রায় দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি