বগুড়ায় অস্ত্র বিক্রি করতে এসে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে তিন অস্ত্র ব্যবসায়ী।
সোমবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ডিবি পুলিশের একটি দল অস্ত্র কেনার জন্য গ্রেফতারকৃত ফরিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল। এরই প্রেক্ষিতে গতকাল নিশিন্দারা কারবালা এলাকায় একটি ফার্নিচারের দোকানে বিদেশি পিস্তল বিক্রি করতে আসে ওই তিনজন। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের নামে পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি