বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে ২৪ জনকে আসামী করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
এ মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামী করা হয়েছে। পুলিশ জানান, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেট এলাকায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় দুটি অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ১৮ বছরের উপরের অপরাধীদের জন্য আলাদা অভিযোগপত্রে নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নিসহ ১০ জনকে আসামী করা হয়েছে। আর ১৮ বছরের নিচে যারা তাদের জন্য আলাদা অভিযোগপত্রে ১৪ জনকে আসামী করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি