বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং একই স্থানে রাস্তা পারাপারের সময় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার কলেজ রোড নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, ভোরে উপজেলার মহিপুরে ঢাকাগামী কলা বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ঘ হয়। এসময় দুর্ঘটনা কবলিত রড বোঝাই ট্রাকের পিছনে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। অপরদিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে নাতীকে স্কুল বাসে উঠিয়ে দেয়ার জন্য রাস্তা পারাপারের সময় একই স্থানে বাস চাপায় আমেনা বিবি নামে একজন নারী নিহত হয়েছেন।
https://youtu.be/5anJdE6S_9A
নিউজ ডেস্ক/বিজয় টিভি