জয়পুরহাট ভাদসা ইউনিয়নের কচনাপুর এলাকায় ডোবা থেকে সিয়াম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার জানান, নাসিম নামের একটি ছেলে নিহত সিয়ামের চাচার খামারে কাজ করত। বুধবার সিয়ামকে নিয়ে তাকে খেলাধুলা করতে দেখা যায়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে না আসলে তাদের খোঁজাখুজি শুরু হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে কচনাপুরে ডোবাতে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে একজনকে আটক করেছে পুলিশ। তবে নাসিমকে এখনো নিখোঁজ রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি