অনিয়ম বন্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ও মাঠ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর ওপর মনিটরিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে চাঁদপুরের হাইমচরের একটি উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। এতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও অনিয়ম বন্ধ হবে। পাশাপাশি শিশুদের ভেতরে মূল্যবোধ সৃষ্টিতে আলাদাভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি