গাজীপুর টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক শুভ মন্ডল জানান, দত্তপাড়া এলাকায় দম্পতি বাসা ভাড়া থাকতো। সেখানে থেকে তারা গাজীপুরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে তাদের বাসা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই দম্পতির ভাড়া বাসা থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি