নিউজ ডেস্ক/বিজয় টিভি
লক্ষীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুল হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে ৬ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল রাতে সদর উপজেলার পূর্ব বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার বিজয় নগর গ্রামের সোহেলের স্ত্রী লিপি আক্তারকে কুপ্রস্তাব দেয় পাশ্ববর্তী এলাকার চাষী শহীদ। বিষয়টি জানতে পেরে কয়েকজন সন্ত্রাসী নিয়ে শহীদের ওপর হামলা চালায় সোহেল । এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা বাবুল নামে একজনকে মারধর করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষনা করে। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সোহেলসহ ৬ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি