বর্তমান সরকার জনকল্যাণ বান্ধব সরকার; এ সরকার গরিবের জন্য চিন্তা করে উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকারের এই চিন্তাভাবনাগুলি অন্য কোনো সরকার কখনও স্বপ্নেও ভাবে নি।
ঝালকাঠিতে অসচ্ছল রোগীদের মাঝে চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ আরো অনেকে। এসময় ৯৩ জন রোগীর মধ্যে ৪৪ লাখ ৫৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি