মেহেরপুর জেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল হালিমের মেয়ে শোভা নাজনিন হত্যা মামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার সকালে জেলার গাংনী বাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচী পালনকরা হয়। নিহতের পরিবারের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর ঢাকা গাজীপুরের একটি ভাড়া বাড়িতে নাজনিনকে হত্যা করে স্বামী রবিউল ইসলাম। মানববন্ধনে রবিউলকে আইনের আওতায় এনে তার ফাঁসির দাবি জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি