ময়মনসিংহ স্কুলছাত্র অন্তর কায়েসকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
রবিবার সকালে কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় এ হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। গত ১৫ সেপ্টেম্বর অন্তরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি