বিদ্যালয়ের মাঠে অবৈধ স্থাপনা নয় উল্লেখ করে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। কোনো ধরণের বাণিজ্যিক স্থাপনাও করা যাবে না।
গাজীপুর মহানগরের ‘চান্দনা স্কুল এন্ড কলেজে’ আয়োজিত নবীণ বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপ-মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে জাতীয়করণের আওতায় আনতে চান। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিম সরকার, সিটি মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওযামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি