সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের তরিব উল্লাহ হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বজলুর রহমান ও তানজু মিয়াকে বেকসুর খালাস দেন আদালত। জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট খায়রুল কবির রুমেন জানান, ২০১৬ সালের ২১ এপ্রিল তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামে তরিব উল্লাহর বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২২ এপ্রিল ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি