নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামে পরকিয়ার জেরে মাহমুদা ইসলাম মাহিমা নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মায়ের অভিযোগ, তার স্বামী মাহমুদ মাহিমার চাচী রোজিনা বেগমের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। এরই জের ধরে এ হত্যাকান্ড ঘটিয়েছে রোজিনা বেগম। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। এ ব্যাপারে কালিয়া থানার ওসি ইকরাম হোসেন বলেন, কী কারণে মাহিমার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি