কে কোন দলের তা না দেখে প্রধানমন্ত্রী মাদক, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। সেখানে যাদের সংশ্লিষ্টার তথ্য আছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির আমল থেকে রাজধানীতে ক্যাসিনো ব্যবসা শুরু হয় কিন্তু রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতারা জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। পত্রিকা ও অনলাইনে এসেছে বর্তমানেও বিএনপি নেতা তারেক রহমান প্রতিমাসে ১ কোটি টাকা করে নিতো। বর্তমান সরকার দল ও মতের উর্দ্ধে থেকে ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি