লক্ষীপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সভায় প্রসূতি মায়ের স্বাস্থ্য, মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যুরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ বিষয়ে সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ‘মা-মনি’র উপ-পরিচালক সালাহ উদ্দীন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফারসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি