নাটোরে গৃহবধু সখিনাকে হত্যার দায়ে স্বামী আফছার উদ্দিনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দুপুরে নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান সিদ্দিক এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ আগস্ট সদর উপজেলার লক্ষীপুর গ্রামের নিজ বাড়ি থেকে আফছার উদ্দিন তার অসুস্থ্য স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর নাম করে নিয়ে গিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি