যে কোন তথ্য সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। অবাধ তথ্য প্রদানের জন্য কাজ করে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। একই সাথে তথ্য নিতে গিয়ে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেজন্য সকল সরকারি অফিসের কর্মকর্তাদের সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসক। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি