লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে ইউপি সদস্য মো. খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, একটি মুদি দোকানে বসে কথা বলছিলেন মিরন। এ সময় হঠাৎ মুখোশধারী চার যুবক দোকানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, হত্যার তদন্ত চলছে, অতিদ্রুত হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি