বর্তমান সরকার প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূখী উদ্যোগ গ্রহণ করেছেন। দুগ্ধ খামারের বিকাশের জন্য মাত্র ৫ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন নতুন উদ্যোক্তাগণ বলে জানিয়েছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ড. দীরেশ রঞ্জন ভৈৗমিক ।
মঙ্গলবার সকালে নরিসংদীর রায়পুরায় উপজেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ নামে একটি মেগা প্রজেক্ট শীঘ্রই মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে বলেও জানান তিনি। উপজলা প্রাণী সম্পদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক আ হ ম সাইফুল ইসলাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মুজিবুর রহমানসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি