গোপালগঞ্জের ‘মুকসুদপুরে জমি জায়গা বিরোধের জের ধরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট ও বাড়িঘর ভাংচুর করে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী পরবিার জানান, মুকসুদপুর উপজেলার পাশ্ববর্তী রাজ্জাক বিশ্বাসের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে বাড়িতে হামলা ও ভাংচুর চালায় সে। এ সময় ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয় রাজ্জাক ও তার বাহিনী। বিষয়টি পুলিশকে জানিয়ে মামলা করলেও তেমন কোনো সহায়তা পায়নি ভুক্তভোগী পরিবার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি