মেহেরপুরের গাংনী শহরের হলপাড়ার একটি ইজিবাইক শো রুমে নগদ টাকা, ইজিবাইকের ব্যাটারি ও যন্ত্রাংশসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
শো রুমের ম্যানেজার দেলোয়ার হোসেন টুকু জানান, মঙ্গলবার রাতে সিসি ক্যামেরা সরিয়ে গ্রিল ও সার্টারের তালা কাটে চোরের দল। ভেতরে প্রবেশ করে নগদ টাকা, ইজিবাইকের ৫৮টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি