জামালপুরে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগ পত্র দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করেছে র্যাব।
জেলা র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ও মো. তফিকুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা থেকে মোশারফ হোসেন নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে জামালপুর, টাঙ্গাইল ও শেরপুর জেলার বিভিন্ন জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি মোশারফ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি