‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ডিম দিবস।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সকালে শহরের ডিসি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি অফিসের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার, রাজাপুরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবদুলল্লাহ, নলছিটির উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমানসহ অন্যরা অংশ নেন। এদিকে, মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি