শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের মাদারীপুরের কাঠালবাড়ি স্পীডবোট ঘাট এলাকা থেকে হাসান মিয়া নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ঘাট এলাকার তিন কুলিকে আটক করা হয়। পুলিশ জানায়, ভোরে জেলার কাঠালবাড়ি স্পীডবোট ঘাটের কাছে বালুর স্তুপে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । পরে শিবচর থানা পুলিশের একটি দল এসে মরদেহটিটি উদ্বার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘাট এলাকা থেকে ৩ কুলিকে আটক করে পুলিশ। পুলিশের ধারণা অভিযুক্তদের মধ্যে কোন্দলের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
https://youtu.be/r_XujXkA7qg
নিউজ ডেস্ক / বিজয় টিভি