দু’চার জন ব্যক্তির জন্য সমগ্র যুবলীগ তার দায় নিতে পারেনা। যাদের দ্বারা যুবলীগ কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
দুপুরে কুড়িগ্রাম ‘শেখ রাসেল পৌর অডিটোরিয়াম’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কংগ্রেসকে কেন্দ্র করে যুবলীগের চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে এবং যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকেও অব্যাহতি দেয়া হবে। দুদক স্বাধীন ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, তারা যে দায়িত্ব পালন করছেন সে দায়িত্ব পালনে সকলকেই সহযোগিতা করতে হবে। পরে তিনি কুড়িগ্রাম জেলা শাখা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জুসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি