চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুর রাজ্জাক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
আজ (শনিবার) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই জানান, শুক্রবার দুপুরে পার্শ্ববতী বাড়ির কালামের সাথে বৃষ্টির পানি পড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আবদুর রাজ্জাক গুরুত্বর আহত হয়।
তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি