চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য ওমর ফারুককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় প্রদান করেন।
কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৩ অভিযুক্তকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির সদস্যরা, ২০১৬ সালের ১৩ জুন সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের একটি আমবাগানে গোপন বৈঠক করার সময় সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওমর ফারুককে আটক করে পুলিশ। ফারুকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, পাঁচশো গ্রাম গান পাউডার ও জিহাদী বই উদ্ধার করে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি