মাদারীপুরে সোহান নামে এক ৯ম শ্রেণির শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শহরের ভুইয়াবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় সোহান। এরপরই নিখোঁজ ছিল সে। একপর্যায়ে বাসার কাছে একটি ছোট গলিতে সোহানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করে। পরিবারের অভিযোগ, সোহানকে বাসার ছাদে ডেকে নিয়ে হত্যা করে নিচে ফেলে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি