ঝালকাঠিতে ধান কাটা নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ধান কাটতে বাধা দিলে প্রতিপক্ষ ফারুক হাওলাদারে নেতৃত্বে একটি দল জাহিদুল ইসলাম, তার পিতা জালাল খান, ভাই রমজান খান ও চাচা শাহজাহান খানের ওপর হামলা চালায়।
এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জাহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি